Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন একটি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান। ১৯৮২ সালের ৯ ডিসেম্বর বাংলাদেশ সরকার কর্তৃক জারিকৃত বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড অধ্যাদেশ (অধ্যাদেশ নং-৫৩, ১৯৮২ খ্রিস্টাব্দ) মূলে বিআরডিবি গঠিত হয়। ২১ (একুশ) সদস্য বিশিষ্ট একটি পরিচালনা পর্ষদের মাধ্যমে বোর্ড পরিচালিত হয়। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা ও সমবায় প্রতিনিধিদের সমন্বয়ে বিআরডিবির পরিচালনা পর্ষদ গঠিত। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বোর্ড মূলতঃ নীতি, দীর্ঘমেয়াদী পরিকল্পনা,চলমান কার্যক্রমের সমন্বয় ও অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যত কর্মপন্থার দিক নির্দেশনা প্রদান করে। বিআরডিবির মহাপরিচালক বোর্ডের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালনসহ বোর্ডের সিদ্ধান্তবাস্তবায়ন ও মূল্যায়নের দায়িত্ব পালন করেন। বোর্ড গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য রয়েছে সদরদপ্তর, জেলাদপ্তর ও উপজেলা দপ্তর। এ দপ্তরগুলির মাধ্যমে বিআরডিবির কার্যক্রম বাস্তবায়ন, তত্ত্বাবধান ও সমন্বয় করা হয়ে থাকে। বিআরডিবির সকল কার্যক্রম মহাপরিচালকের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হয়। প্রধান কার্যালয় ও মাঠ কার্যালয় সম্বলিত দ্বি-স্তরবিশিষ্ট প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে সকল কার্যক্রম বাস্তবায়ন করা হয়। সরেজমিন বিভাগের তত্ত্বাবধানে মাঠ পর্যায়ের কার্যক্রম পরিচালিত হয়। মাঠ পর্যায়ের কার্যালয়ের মধ্যে রয়েছে জেলাদপ্তর ও উপজেলা দপ্তর। উপজেলা দপ্তর মাঠ পর্যায়ে কার্যক্রম বাস্তবায়ন ও সরাসরি জনগণের সেবা প্রদান করে।